বিএসআরএম কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক আহত
নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহৎ রড উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় ৩ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার রাতে কারখানায় কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত ৩ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ইলেকট্রিশিয়ান মো. সোলাইমান (৪০), মো. শাহিন (২২) ও সহকারী প্রকৌশলী মো. রবিন (৪২)। এর মধ্যে সোলাইমান ও রবিনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন বিএসআরএম-এর ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা।
তিনি জানান, রাতে কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনাটি ঘটেছে। প্রতিষ্ঠানের পক্ষথেকে আহতদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করা হচ্ছে।
চখ/আর এস