chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশে চাকরি খোয়ানোর পর চোরাই মোটরসাইকেল বিক্রি!

চট্টলা ডেস্ক: এক সময় পুলিশে কর্মরত ছিলেন। বিভিন্ন অপরাধে জড়িত থাকায় হন চাকরিচ্যুত। এরপরও থেমে নেই অপরাধের প্রবণতা। পুলিশে চাকরির সুযোগে একটি চক্রের মাধ্যমে গতে তোলেন চোরাই মোটরসাইকেল কেনাবেচা। নির্দ্বিধায় চোরাই মোটরসাইকেল ব্যবহার করতে ব্যবহার করতেন পুলিশের স্টিকার।

নগরীর ইপিজেড এলাকা থেকে এই চক্রের মূল হোতা দম্পতিকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন, মো. মামুন উর রশিদ (৪২) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩৬)।

র‌্যাব জানায়, চক্রের মূল হোতা মামুন এক সময় পুলিশে কর্মরত ছিলেন। চাকরি চলে যাওয়ার পর পুলিশের স্টিকার লাগিয়ে মোটরসাইকেল কেনাবেচা শুরু করেন। তার স্ত্রী প্রত্যক্ষভাবে চক্রের কাজে সহায়তা করতো। এ চক্রের সঙ্গে রাউজান উপজেলার অভি এবং নগরীর হালিশহরের অনিক নামে আরেক এক ব্যক্তি সম্পৃক্ত রয়েছেন। এদের সহযোগিতায় চোরাই মোটরসাইকেল বিভিন্ন জায়গায় স্থানান্তর করতো তারা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, পুরো চক্রটি চোরাই মোটরসাইকেল লেনদেনের সঙ্গে জড়িত। এই চক্রের সদস্য অভি কাস্টমসের নকল কাগজপত্র তৈরি করে মোটরসাইকলে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠানো হয়েছে।

এদিকে, আরেক অভিযানে ফেনী হতে চট্টগ্রামে মাদক পাচারকালে ১০০ বোতল ফেন্সিডিল, ১২ কেজি গাঁজাসহ আলী হোসেন সুজন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাচার করে আসছিল।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর