খুলশীতে গ্রেফতার ৫ মামলার আসামি
নিজস্ব প্রতিবেদক: নগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়ারেন্টভুক্ত আসামীর নাম মশিউর রহমান দিদার (৪০)। তার নামে পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়।
সোমবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরাবাদ হাউজিং থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মশিউর রহমান খুলশী থানার ভূঁইয়া গলির আবদুর রহমান ভূঁইয়ার ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা চট্টলার খবরকে বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী মশিউর নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে শুনে আমরা ফোর্স প্রেরণ করে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা চলমান। তাকে আজ সকালে আদালতের প্রেরণ করা হয়েছে।
জেএইচ/চখ