ডিসি সম্মেলন উদ্বোধন প্রধানমন্ত্রীর
ডেস্ক নিউজ: করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর স্থগিত রাখার পর তিন দিন ব্যাপী শুরু হওয়া জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার পর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ সম্মেলন উদ্বোধন করেছেন তিনি।
বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য দেবেন। করোনার কারণে এবার ভার্চুয়ালি ডিসি সম্মেলন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। এবার জেলা প্রশাসক সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
নচ/চখ