chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধানুষের ১৮ বছরের সংসার ভাঙ্গলো

ডেস্ক নিউজ: দীর্ঘ আঠারো বছর সংসার করেছেন জনপ্রিয় অভিনেতা ধানুষ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। এবার যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন বিচ্ছেদের।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন এই জুটি।

‘কোলাভেরি ডি’ খ্যাত অভিনেতা ধানুষ টুইটারে লিখেছেন, ‘একে অপরের শুভাকাঙ্ক্ষী, বাবা মা হিসেবে বন্ধু ও জুটি হিসেবে ১৮ বছরের একাত্মতা। এই যাত্রা বৃদ্ধির, উপলব্ধির, মানিয়ে নেওয়ার এবং আত্তীকরণের। আমরা আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের দু’জনের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা এবং আমি জুটি হিসেবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভালোর জন্য দু’জনকে পৃথক ব্যক্তি হিসেবে উপলব্ধি করব।’

একইসঙ্গে অভিনেতার আশা, তাদের এই সিদ্ধান্তকে সবাই শ্রদ্ধা জানাবেন। তাদের ব্যক্তিগত পরিসরকেও সম্মান করা হবে বলে তার অনুরোধ।

একই বিবৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঐশ্বর্যাও। কোনো ক্যাপশন না দিয়ে তারও আবেদন, অন্যদের উপলব্ধি এবং ভালবাসা। পোস্টের শেষে নিজের নাম তিনি লিখেছেন ‘ঐশ্বর্যা রজনীকান্ত’ হিসেবে।

উল্লেখ্য, ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন ধানুষ এবং ঐশ্বর্যা। তাদের দুই ছেলে নাম যাত্রা এবং লিঙ্গা। তাদের প্রথম সন্তানের জন্ম হয় ২০০৬ সালে।

নচ/চখ