চট্টগ্রামের বেশিরভাগ রাস্তা হকারদের দখলে
বন্দর নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা নিউ মার্কেট থেকে আমতল হয়ে তিন পোলের মাথা যাওয়ার পথ এখন অনেকটাই হকারদের দখলে। ফুটপাত জুড়ে যেমন ভ্রাম্যমাণ হকারদের পণ্য রয়েছে, তেমনি রাস্তার একটি অংশেও বসে আছে নিয়মিত হকাররা। এতে, ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলতে হচ্ছে পথচারীদের। তবে এ চিত্র শুধু নিউ মার্কেট এলাকার নয়, নগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কের। ছবিটি নগরীর নিউমার্কেট এলাকা তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী এম ফয়সাল এলাহী