chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাবির ঘটনায় চবিতে শিক্ষোর্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও আন্দোলনে সংহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ে শহিদ মিনারে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে  আসছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।

ক্রমাগত আন্দোলনের এক পর্যায়ে গতকাল রোববার (১৭ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর