chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে সাইবার প্রতারক আটক

চট্টলা ডেস্ক: ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার দায়ে এক সাইবার প্রতারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)

গতকাল রোববার (১৬জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর এলাকা থেকে রবিউল আউয়ালকে (২২) আটক করা হয়। তিনি  একই উপজেলার দক্ষিণ সাধনপুরের দিদারুল আলমের ছেলে।

র‌্যাব জানায়, গেল ৯ জানুয়ারি এক ভুক্তভোগী র‌্যাবের কাছে রবিউলের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ কমেন্টস করে তাকে সামাজিকভাবে হেয় করার অভিযোগ জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে নগরীর পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পেয়ে রবিউল আউয়ালকে আটক করতে অভিযান শুরু হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(গণমাধ্যম) মো. নূরুল আবছার এর সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিজানান, অভিযুক্ত রবিউল ভুক্তভোগীর পূর্ব পরিচিত ছিল। এই সুযোগে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করতে ভুক্তভোগী আইডিতে অশালীন পোস্ট করতো। তাকে থানায় পাঠানো হয়েছে।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর