chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৩ মৃত্যুতে সংক্রমণ ৭৪২ জন

চট্টলা ডেস্ক: এক সপ্তাহ পর চট্টগ্রামে করোনা সংক্রমণে মৃত্যুর সঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে। এর সঙ্গে শনাক্ত হয়েছেন  ৭৪২ জন। সংক্রমণের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ।

সোমবার (১৭জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদনে এই তথ্যে নিশ্চিত করা হয়েছে।

এদিন চট্টগ্রাম মেডিকেলসহ ১৩ টি ল্যাবে ২ হাজার ৯৮৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরে ৫৯৭ জন এবং বিভিন্ন উপজেলার রয়েছেন ১৪৫ জন। এর মধ্যে মহানগরে ৩ জন রোগী মারা গেছেন।

গেল কয়েকদিন ধরে করোনা সংক্রমণ লাগামহীনভাবে বাড়ছে। গত ৯ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

২০২০ সালের ২৬ এপ্রিল বন্দরনগরী চট্টগ্রামে প্রথম করোনা রোগী পড়েছিল। এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৭১৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মহানগরে ৭৬ হাজার ৭৯১ জন মহানগরে এবং ২৮ হাজার ৯২৮ জন উপজেলার বাসিন্দা।

এছাড়া মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৮ জনের মধ্যে ৭২৮ জন মহানগরে মারা গিয়েছেন। অপরদিকে উপজেলাতে এই মৃত্যুর সংখ্যা ৬১০ জন।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর