চন্দনাইশে মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশে মাইক্রোবাসের ধাক্কায় মো. রিয়াজ নামে ৩০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় রাস্তা পার হতে গেলে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিয়াজ কক্সবাজারের মীর আহমদে ছেলে বলে জানা গেছে।
স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক দেবনাথ জানান, চন্দনাইশের খানহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করার তথ্য দিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম। তিনি বলেন, নিহত পথচারীর পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহটি হস্তান্তরের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চখ/আর এস