ওয়ার্নার পার্কে ব্যাট করছে বাংলাদেশ
চট্টলা ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে।
প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ে আত্মবিশ্বাসী ইয়াং টাইগাররা। ইংলিশদের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করাই লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের, জানিয়েছেন অধিনায়ক রাকিবুল হাসান।
আইচ মোল্লা, প্রান্তিকরা ভালো করলে শুরুটা ইতিবাচক হবে বলে মনে করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সার্বক্ষণিক যুবাদের খবর রাখছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ একাদশ: মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ, আইচ মোল্লা, মো. ফাহিম, আবদুল্লাহ আল মামুন, মেহরব, আশিকুর রহমান, রাকিবুল হাসান, নাইমুর রহমান ও রিপন মণ্ডল।
ইংল্যান্ড একাদশ: জর্জ থমাস, জ্যাকব, টম প্রেস্ট, জেমস, উইলিয়াম, জর্জ বেল, আলেক্স হরটন, জেমস সেলস, থমাস, ফতেহ সিং ও জশুয়া বয়ডেন।
এমকে/চখ