chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএনপির ২৩ নেতার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গত ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত‌্যা দিব‌স’ পালনকালে পুলিশের সাথে সংঘর্ষের মামলায় আগাম জামিন পেয়েছেন মহানগর বিএন‌পির ২৩ নেতা।

আজ রোববার (১৬ জানুয়ারি) মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন, সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, দ‌ক্ষিণ জেলা বিএন‌পির আহবায়ক আবু সু‌ফিয়ান সহ বিএনপি ও অঙ্গ সংগঠ‌নের ২৩ নেতার এই আগাম জামিন দেন হাইকোর্টের  বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সে‌লিমের সমন্বয়ে গঠিত দৈত বেঞ্চ।

আদালতে বিএনপি নেতাদের প‌ক্ষে শুনানি করেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান ব্যা‌রিষ্টার মীর মো. না‌ছির উ‌দ্দিন, সুপ্রিম কোর্ট বারের সা‌বেক সাধারণ সম্পাদক, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এড. আবদুল মান্নান, এড. ম‌জিবুর রহমান।

দ‌ক্ষিণ জেলা বিএন‌পির আহবায়ক আবু সু‌ফিয়ান বলেন, পুলিশের দেয়া মিথ্যা মামলায় আমরা আগাম জামিন পেয়েছি। আমাদের আরো নেতাকর্মী কারাগারে রয়েছেন। অচিরে তাদেরও মুক্ত করে গনতন্ত্র পুনরোদ্ধারে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।

জেএইচ/চখ

 

এই বিভাগের আরও খবর