আমাসুফ চট্টগ্রাম মহানগর কমিটি (আংশিক) অনুমোদন
চট্টলা ডেস্ক: জাতিসংঘের অন্তর্ভুক্ত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) চট্টগ্রাম মহানগর শাখা কমিটি (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি ও সম্পাদক মনোনীত হয়েছেন আনোয়ারুল ইসলাম বাপ্পী ও মো. আবু জাফর।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মো. উজ্জল হোসেন মুরাদ ও সহ-নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন জনি স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সহ-সভাপতি কাজী মো. আহসান ইকবাল মঞ্জু, এডভোকেট নজরুল ইসলাম এপিপি,মোহাম্মদ হারুন, মো. ইসকান্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, মো. আক্তারুজ্জামান, মো. এরশাদ খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের এসকান্দার, অর্থ সম্পাদক সাইদুর রহমান টিটু, দপ্তর সম্পাদক উজ্জল চৌধুরী, প্রচার সম্পাদক ইসলাম মো. ফয়সাল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রুবেল গুপ্ত, মহিলাবিষয়ক সম্পাদক নুর আক্তার জাহান, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক লিয়াকত আলী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক মো. মাসুম উ-দৌল্লা চৌধুরী, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক সাবিনা আক্তার।
এমকে/চখ