ভয়াবহ বিস্ফোরণঃ কাঁপল ইরানের পশ্চিমাঞ্চল
আন্তর্জাতিক ডেস্ক; ইরানের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহর থেকে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রোববার (১৬ জানুয়ারি) স্থানীয় সংবাদসংস্থার বরাতে রয়টার্স এমন তথ্য জানিয়েছেন।
তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনো জানা না গেলেও গত কয়েক মাস ধরে ইরানে এ রকম অনেক ঘটনা ঘটেছে । পরে দেশটির কর্তৃপক্ষ জানায়, অঘোষিত বিমান প্রতিরক্ষা মহড়া করছে ইরানের সামরিক বাহিনী।
এদিকে ইরানের আসাদাবাদ শহরের গভর্নর বলেন, বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। কিন্তু, কী কারণে এমন বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স বলেছে, পরিবেশগত কারণে প্রথমে এ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনাটিকে বজ্রপাত বলে মনে করা হয়েছিল। পরে জানা যায় এ বিকট শব্দ মূলত বিমান প্রতিরোধে ব্যবহৃত বন্দুক ‘এন্টি এয়ারক্রাফট গান’ থেকে এসেছে।
আইএইচ//চখ