হালদায় অভিযান, ঘেরা জালসহ সরঞ্জাম উদ্ধার
চট্টলার ডেস্ক: প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় অভিযান চালিয়ে ১০টি ঘেরা জাল,বর্শি ও মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৬জানুয়ারি) ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট হতে ছিপাতলী, নাঙ্গলমোড়া হয়ে গুমানমর্দ্দন এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের অভিযানে আইডিএফের কর্মী, নৌপুলিশ, গ্রাম পুলিশ ও মৎস্য কর্মকর্তারা অংশ নেয়।
অভিযানের বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘেরা জাল, বর্শি ও মাছ সরঞ্জাম জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে। সবাইকে এসব বিষয়ে সচেতন হতে আহ্বান জানাচ্ছি।
আরকে/জেএইচ/চখ