chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সচেতনায় সৃষ্টিতে মাঠে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ মানতে মাঠে নেমেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে অন্যান্য বারের মতো জরিমানা চেয়ে স্বাস্থ্যবিধি মানতে কাজ করছেন তারা।

রোববার (১৬জানুয়ারি) নগরীর পাঁচলাইশ ও কাতালগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম। এছাড়া বিকেলে অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খ্রিসা অভিযান পরিচালা করবেন।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা মানুষকে সচেতন করার বিষয়ে গুরত্ব দিচ্ছে। যাদের মাস্ক নেই তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক দেওয়া হচ্ছে। সচেতনার পর আমরা জরিমানা দিকে যাব।

সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদেন দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৫০ জনের শীরের করোনা ধরা পড়েছে। সংক্রমণের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর