chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেল শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক: গরীর হালিশহরে নির্মাণাধীন ভবনের ক্রেন থেকে পড়ে আলো (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ইসলামিয়া ব্রিকফিল্ড রোডের গিয়াস ম্যানসন নামে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

তার গ্রামের বাড়ি কুমিল্লা বলে জানা যায়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাদ ঢালাইয়ের সময় ক্রেনের তার ছিঁড়ে তার মাথায় এসে পড়ে। অন্য শ্রমিকদের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকলে কলেজ (চমেক) হাসপাতালে আনার পর সেখানে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর