শ্রাবন্তীর এক গোসলেই শোরগোল নেটপাড়া
ডেস্ক নিউজ: সারা বছর সমালোচনায় থাকেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। এবার এক গোসলেই শোরগোল ফেললো নেট পাড়ায়।
১৬ জানুয়ারি সকালে এক ছবি পোস্ট করেছেন এ নায়িকা। সেখানে দেখা যাচ্ছে বাথটবে শুয়ে, গা ভর্তি ফেনা, আবক্ষ জলে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। তার বাঁকা চাহনিতেই এ উত্তাল।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ফ্রেশ মর্নিং’।
মাঘের সকালে শ্রাবন্তীর এই স্নানের ছবি দেখে অবাক ভক্তরা। কেউ কেউ ছবির মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বাবা এতো সকালে স্নান, তোমাকে দেখে আমার ঠাণ্ডা লাগছে’। কেউ কেউ আবার দুষ্টুমিতে ভরা মন্তব্য করেছেন, ‘একটু ফেনাটা সরাও না’।
নচ/চখ