ঢাকার গানে কলকাতার নুসরাত
ডেস্ক নিউজ: ঢাকার গানে কোমর দুলালেন কলকাতার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। ‘নাচ ময়ূরী নাচ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের লুইপা।
সংগীতশিল্পী লুইপার জাদুকরী কণ্ঠে গানের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। গানটি প্রকাশিত হয়েছে রবিবার (১৬ জানুয়ারি)।

বাংলাদেশের কৌশিক হোসেন তাপসের ফিচারিংয়ে গানটির কথাগুলো এমন- ‘নাচ ময়ূরী নাচ পেখম তুইল্যা নাচ/নাচ ময়ূরী নাচ সব দুঃখ ভুইল্যা নাচ/নাচ ময়ূরী নাচ হেলিয়া দুলিয়া নাচ।’
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। খুব শিগগির পুরো গানটি মুক্তি পাবে।
নচ/চখ