chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শাবি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ: হল প্রভোস্টের পদত্যাগ, হলের সমস্যা সমাধান এবং ছাত্রীবান্ধব হল প্রভোস্ট নিয়োগের দাবিতে টানা ৩ দিন আন্দোলন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। এবার ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিলো আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (১৫ জানুয়ারি) রাত ১টায় মশাল জ্বেলে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রীরা। দাবি আদায়ের এ আন্দোলন অব্যাহত রাখতে আজ রবিবার ( ১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে অবস্থান করছে তারা।

এর আগে শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীরের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এরপর এ হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবি মেনে না নেয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের তিন দফা দাবি মেনে না নেয়ায় আমরা আন্দোলনের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি। আমাদের দাবি মেনে নেয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি।

এরপর আগামীকাল (রোববার) সকাল আটটা থেকে আমাদের কার্যক্রম আবার শুরু হবে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর