chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে নতুন শনাক্ত ৫৫০ জন, সংক্রমণ হার ২৮ শতাংশ

চট্টলার ডেস্ক: চট্টগ্রামে যতই দিন যাচ্ছে ভয়াবহ হয়ে উঠছে করোনা।  একদিনের ব্যবধানে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হারে বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৩ টি নমুনা পরীক্ষায় ৫৫০ জনের শরীরে করোনা ধরা পড়েছে।  সংক্রমণের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রবিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে।

এর আগে গতকাল শনিবার করোনা  আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯ জনের। অপরদিকে সংক্রমণের হার ছিল ১২ দশমিক ২৯ শতাংশ।

তথ্য মতে, সরকারি ও বেসরকারি ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে ৩৬২ জন এবং বিভিন্ন উপজেলার ১৮৮ জন বাসিন্দা রয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৭৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর