কাভার্ডভ্যানে ভ্রাম্যমাণ পদ্ধতিতে গ্যাস বিক্রি : আটক ২
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডারে রি-ফুলেলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে বিক্রির সময় হাতেনাতে দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব।
আজ শনিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার জানান, অনুমোদন ছাড়া নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানে সিলিন্ডারভর্তি করে পথে পথে গ্যাস বিক্রির অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাবের টিম।
শুক্রবার সীতাকুন্ড থানার ছোট কুমিরা এলাকার মেসার্স ইলিয়াছ রি-ফুলেলিং স্টেশন থেকে কাভার্ডভ্যানের ভেতরে থাকা সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাভার্ডভ্যান চালক মো. মানিক (৪৫) এবং ইলিয়াছ রি-ফুয়েলিং স্টেশনের সহকারী ম্যানেজার ও ক্যাশিয়ার মো. আব্দুল্লাহ হোসাইন জাহিদ (২৬)।
অভিযানকালে গ্যাস বিক্রির বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় কাভার্ডভ্যানের ভেতরে থাকা ১১৭টি সিলিন্ডার জব্দ করা হয়। আটককৃতদের কাছে বিস্ফোরক অধিদফতরের কোনো অনুমোদন ছিল না বলে জানায় র্যাবের এ কর্মকর্তা।
তিনি বলেন, বেশি লাভের আশায় দীর্ঘদিন ধরে তারা পরস্পরের যোগসাজশে ভ্রাম্যমাণ পদ্ধতিতে গ্যাস বিক্রি করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
চখ/আর এস