লিফটে ঘণ্টাব্যাপী আটকা শিক্ষিকা, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক: নগরীর আতুরার ডিপো এলাকায় একটি সাত তলা ভবনের তিন তলায় ঘণ্টাব্যাপী লিফটে আটকে ছিলেন অধ্যাপক নুরু মমতাজ (৫০) নামে এক শিক্ষিকা।
শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় আতুরার ডিপোর বনানী আবাসিক এলাকার জোবেদা টাওয়ারের এ ঘটনা ঘটে।
জানা যায়, তিনি সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক । পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ওই শিক্ষককে উদ্ধার করে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা চট্টলার খবরকে বলেন, জেনারেটর কানেকশন ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ করেই লিফটি আটকে যায়। ভবনের প্রহরী অনেক চেষ্টা করেও লিফটি খুলতে পারেনি। ৯৯৯ ফোন পাওয়ার পর লিফট খুলে উদ্ধার করি।
উল্লেখ্য, আগে গেল ৭ জানুয়ারি নগরীর জিইসি মোড়ের একটি ভবনের লিফটে ৪৫ মিনিটের বেশি আটকে ছিলেণ দশজন চিকিৎসক।
আরকে/এমকে/চখ