চৌমুহনীতে নগদ ৪৯ হাজার টাকাসহ আট জুয়ারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ৮ টি তাসের বান্ডেল এবং নগদ ৪৯ হাজার ৫০০ টাকাসহ আট জুয়ারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।
শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে চৌমুহনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
গ্রেফতারকৃতরা হলেন – মোঃ নাসির উদ্দিন (৫২), মোঃ আজাদ (৩৫), মোঃ ইলিয়াছ (৪৫), মোঃ হেলাল উদ্দিন (৩২), মোঃ আব্দুল হান্নান খন্দকার (৪৯), মোঃ তাজুল ইসলাম দিপু (৪০), জেবেল আহম্মদ (৫৫) ও রঞ্জিত কুমার দাশ (৫৯)।
সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কামরুল হাসান বলেন, চৌমুহনীর বিভিন্ন এলাকা থেকে আমরা জুয়া খেলার তাস ও নগদ টাকাসহ আটজনকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেএইচ/চখ