chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জেগে উঠেছে সমুদ্রগর্ভের আগ্নেয়গিরি, টোঙ্গা দ্বীপে সুনামি

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরে একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে। এর প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গায় সুনামি আঘাত হেনেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দ্বীপরাষ্ট্রটির রাজধানী নুকুআলোফে সুনামি আছড়ে পড়েছে। বিশাল বিশাল ঢেউয়ের পানি কয়েকটি চার্চ ও বাড়িঘরে ঢুকে পড়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে সমুদ্রগর্ভে সুপ্ত আগ্নেয়গিরি হুঙ্গা টোঙ্গা হুঙ্গা হা-আপাই সক্রিয় হয়ে উঠে। এর পর বজ্রপাত, ঝড়ো হাওয়া বইতে শুরু হয়। প্রচণ্ড শব্দ শোনা যায়। আগ্নেয়গিরি থেকে ছাই-পাথর সমুদ্রে ছড়িয়ে পড়তে দেখা যায়। উল্লেখ্য যে, রাজধানী নুকুআলোফে আগ্নেয়গিরিটির মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।

বিবিসির খবরে বলা হয়েছে, লাভা উদগীরণের ফলে নির্গত ছাইয়ের আস্তরণ ৫ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে ধোঁয়া এবং গ্যাস সমুদ্রের উপর আকাশ ২০ কিলোমিটার পর্যন্ত উঠতে দেখা গেছে। টোঙ্গার কাছে এই সমুদ্রগর্ভে এই আগ্নেয়গিরি থেকে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের দূরত্ব ২,৩০০ কিলোমিটার। নিউজিল্যান্ডেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর