টেম্পুর ধাক্কায় প্রাণ গেল চট্টগ্রাম কলেজ কর্মচারীর
নিজস্ব প্রতিবেদক: রাস্তা পার হওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় চট্টগ্রাম কলেজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪জানুয়ারি) দিবাগত রাত ১২ টায় চট্টগ্রাম কলেজ হোস্টেল পূর্ব গেইটের সিরাজউদ্দৌল্লা রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৫৫)। তিনি কলেজের গণিত বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। কলেজের শিক্ষার্থীদের কাছে তিনি প্রিয় ‘দাদু’ হিসেবে পরিচিত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুতগামী টেম্পুর ধাক্কায় ওই ব্যক্তির মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। হাসপাতালে আনার পর জরুরি বিভাগে তিনি মারা যান।
আরকে/জেএইচ/চখ