chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে একজনের মৃত্যু 

আহত ১২

চট্টলা  ডেস্ক: খাগড়াছড়ির গুইমারায় শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছেন। নিহত সাইফুল ইসলাম (৪০) নামের ওই ব্যক্তি কাভার্ডভ্যানের চালক বলে জানা গেছে।

এছাড়া আহত হয়েছেন ২ বিজিবি সদস্য সহ অন্তত ১২ জন।  আহতদের বিজিবি হাসপাতাল ও মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (১৫ জানুয়ারি) সকালে হাফছড়ি জোরখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বাগেরহাটের মোড়লগগঞ্জ পুটাখালি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

আহত দুই বিজিবি সদস্য হলেন— নায়েক মিলন শেখ(৫০) ও সহকারী নায়েক কামরুজ্জামান (৩৩)। তারা দুজনই গুইমারা বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহত বাকিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

গুইমারা থানার ওসি মিজানুর রহমান বলেন, কাভার্ডভ্যানে সঙ্গে শান্তি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহতবস্থায় কাভার্ডভ্যান চালককে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর