কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার রাজধানী
ডেস্ক নিউজ: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ সবচেয়ে বড় দ্বীপ জাভা।
গত শুক্রবার (১৪ জানুয়ারি) ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এসময় ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ভূমিকম্পের ফলে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভূমিকম্পে রাজধানী জাকার্তায় উচ্চ দালানগুলো ১০ সেকেন্ডেরও বেশি সময় ধরে নড়াচড়া করে এবং কিছু লোক দ্রুত রাস্তায় নেমে আসে। এছাড়া স্যাটেলাইট শহর টাঙ্গেরং, বোগর ও বেকাসিতেও দোতলা বাড়িগুলো প্রবলভাবে কেঁপে ওঠে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রের তলদেশে ৩৭ কিলোমিটার বা (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল বানটেন প্রদেশের উপকূলীয় শহর লাবুয়ানের প্রায় ৮৮ কিলোমিটার (৫৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারের’ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।
সিশা/নচ/চখ