chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পথ হারিয়ে গভীর জঙ্গলে, উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ৫৫ বছর বয়সী মামুন চৌধুরী। ডায়বেটিসের রোগী হওয়ায় প্রতিদিন বিকেলে নিয়ম করে বের হন হাঁটতে। শুক্রবার (১৫জানুয়ারি) বিকেলে ঘুরতে বের হন বারৈয়াঢালা জঙ্গল দেখতে।  তবে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে পৌঁছে যান ফটিকছড়ির ভুজপুরেরর গভীর জঙ্গলে।

তার দেরি দেখে পরিবারের স্বজনরা উৎকণ্ঠার মুখে দ্বারস্থ হন পুলিশের।  এক পর্যায়ে মামুন চৌধুরী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে। তড়িঘড়ি করে উদ্ধার অভিযানে নেমে  শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ চট্টলার খবরকে বলেন, তিনি নিয়মিত হাঁটতে বের হতেন। গতকাল বের হয়ে যাওয়ার পর পথ হারিয়ে ফেলেন। ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর গভীর রাতে তাকে উদ্ধার করা হয়েছে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর