chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মির্জা ফখরুল পরিবারের ৫ সদস্য করোনাক্রান্ত

ডেস্ক নিউজ:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারে হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন মির্জা ফখরুল, তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তাদের বাসায় অবস্থানরত কন্যা, ভাই-ভাবী, গৃহকর্মী।

শুক্রবার (১৪ জানুয়ারি)  বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা ফখরুলের করোনায় আক্রান্ত হওয়ায় দ্বিতীয় সপ্তাহ চলছে। এই সময়টা ক্রিটিক্যাল। কোনো জটিলতা হলে এই সময়েই হয়। তারপরও তিনি শারীরিকভাবে তুলনামূলক ভালো আছেন। তার শুষ্ক কাশি হচ্ছে। তিনি মানসিকভাবে শক্ত আছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে তার নিজের জন্য এবং দেশনেত্রী খালেদা জিয়াসহ সবার জন্য দোয়া চেয়েছেন, বলেন রফিকুল ইসলাম।

নচ/চখ

এই বিভাগের আরও খবর