chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে গুলিসহ ৬ জলদুস্য আটক

চট্টল্লার ডেস্ক: বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- নেজাম উদ্দিন (২২), মোহাম্মদ সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), সুজন (২৪), মানিক (৩২) এবং ওমর ফারুক (২১)। তাদের সবাই মহেশখালী উপজেলার বাসিন্দা।

জানা গেছে, গোপন সূত্রে র‌্যাব জানতে পারে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল সশস্ত্র দস্যু। এর সূত্র ধরে ছদ্মবেশে র্যাবের এক দল সাগরে অভিযান চালায়। এ সময় একটি মাছ ধরার ট্রলার থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলিসহ ৬ জলদস্যুকে আটক করা হয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর