করোনাক্রান্ত ফারিয়া শাহরিন
ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
করোনাক্রান্তের বিষয়টি শুক্রবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করে জানান।
পোস্টে লেখেন, আমি কোভিড-১৯ পজিটিভ। দয়া করে ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ করুন। মাস্ক পড়ুন। আমার জন্য সবাই দোয়া করবেন।’
তিনি আরও লেখেন, দরকার ছাড়া কেউ বাইরে বের হবেন না। বিয়ের মৌসুম বুঝলাম। কিন্তু বিয়ের দাওয়াত খেতে গিয়ে কেউ আক্রান্ত হবেন না। আমি এখন তারই ভুক্তভোগী। সুতরাং পরিবার ও আশপাশের সবার কথা ভেবে নিরাপদে থাকুন।
নচ/চখ