চট্টগ্রামে সংক্রমণের হার কিছুটা কমেছে
চট্টলার খবর: চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা সংক্রণের হার ও আক্রান্তের সংখ্যা কমেছে। এদিন ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ২৯ শতাংশ। তবে কারো মৃত্যু হয়নি।
শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে।
এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ১০ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মহানগরে ২১৮ জন এবং বিভিন্ন উপজেলায় ২১ জন করোনায় আক্রান্ত হন।
এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ৪ হাজার ৪২৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছেন ৭৫ হাজার ৮৩২জন এবং উপজেলায় রয়েছেন ২৮ হাজার ৫৯৫ জন। এছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৩৫ জনের মধ্যে মহানগরে ৭২৫ জন এবং বিভিন্ন উপজেলা বাসিন্দা রয়েছে ৬১০ জন।
এর আগে গতকাল শুক্রবার (১৪জানুয়ারি) করোনা সংক্রমণের হার ছিল ১৪ দশমিক ৫২ শতাংশ। একই সঙ্গে শনাক্তের সংখ্যা ছিল ২৯৬ জন।
আরকে/নচ/চখ