ফেনীতে ফেন্সিডিলসহ ২ মাদকব্যবসায়ী আটক
চট্টলার খবর: প্রাইভেটকারে বিশেষ কায়দায় কুমিল্লা থেকে চট্টগ্রামে মাদক পাচারকালে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ফেনীর মহিপাল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করে।
আটকরা হলেন, মো. মোরশেদ হোসেন নাঈম (২৭) ও মো. নাছির (৩২)। এর মধ্য প্রথম জনের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং দ্বিতীয় জন নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাসিন্দা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক(গণমাধ্যম) মো. নূরুল আবছার এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক মাদকব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে পাচারে করতো। রাতে পাচারের চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে।
আরকে/আর এস