বাকলিয়ায় ‘রণাঙ্গন ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, রান্না করা খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে রণাঙ্গন ফাউন্ডেশন’র বাকলিয়া শাখা।
শুক্রবার (১৪ জানুয়ারি) আব্দুল্লাহ আল শাফায়াত( বাকলিয়া থানা ছাত্রলীগ ও সমন্বয়ক, রণাঙ্গন ফাউন্ডেশন) সার্বিক ব্যবস্থাপনায় বাকলিয়ার বউবাজারে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান বক্তা আজিজুর রহমান আজিজ বলেন, করোনাকালে পরিবারের সদস্যরা যখন রোগীর পাশে ছিলনা, ঠিক তখনি মাঠে ছিল ছাত্রলীগ। আগামী যেকোনো দুর্যোগে এভাবে তৃণমূলের পাশে ছাত্রলীগ থেকেছে সামনেও থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
কাউন্সিলর শহিদ বলেন,শেখ হাসিনা আছে বলে মানুষের উন্নয়ন হচ্ছে। জননেত্রী আছে বলেই এখন শিক্ষার্থীরা জানুয়ারি ১ তারিখে বই হাতে পাই। তিনি আছেন বলেই, আজ মাতৃভাতা, গর্ভবতী ভাতা, বৃদ্ধাভাতা পাচ্ছে দেশের অসহায় জনগোষ্ঠী। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। সেই সাথে আমাদের চট্টল বীর এ মি এম মহিউদ্দিন চৌধুরীর জন্য মাগফিরাত কামনা করবেন।
সভায় প্রধান অতিথি হিসেবে শহীদুল ইসলাম শহীদ(১৭ নং ওয়ার্ড কাউন্সিলর), প্রধান বক্তা আজিজুর রহমান আজিজ (বেসরকারি পরিদর্শক, চট্টগ্রাম কারাগার) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম রাসেল(সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ), রুমেল বড়ুয়া রাহুল (সহ- সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ) রাকিবুল হাসান রাকিব(সভাপতি, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ) পিংকি সাহা(উপ- ছাত্রী বিষয়ক সম্পাদিকা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ) আব্দুর রহীম জিসান( আহবায়ক, হালিশহর থানা ছাত্রলীগ), মীর মো: ইমতিয়াজ (সাধারণ সম্পাদক, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ) উপস্থিত ছিলেন।
নচ/চখ