খাদে যাত্রীবাহী বাস,আহত ২
চট্টলা ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের গাছবাড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলো- গাজীপুরের কালিয়াকৈর থানার মাজুনি এলাকার ইউছুফ আলীর ছেলে নেওয়াজ উদ্দীন (২৮), বগুড়া সদরের ইদ্রিস মিয়ার ছেলে মো. রিপন (৪১), কুমিল্লা লাকসামের মো. শাহজাহানের ছেলে মো. ফয়সাল (৩০), ঢাকার মো. রিয়াদ হোসেন (২৩), কুমিল্লার মো. ইমন খান (১৮), কক্সবাজারের মৃত নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৫০), চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ফারুক উদ্দীন (৪৫)।
আহতদের মধ্যে মো. রিয়াদ হোসেন ও মো. ইমন খান বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে দুর্ঘটনা কবলিত গাড়িটি খাদ থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক।
চখ/আর এস/জেএইচ