এবার দল থেকে বাদ পড়লেন নেইমার
ক্রীড়া ডেস্ক: আবারও শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্ব। ইতোমধ্যেই ব্রাজিল স্কোয়াড ঘোষণা করলেও সেখানে জায়গা হয়নি নেইমারের। তবে ফিরেছেন বার্সেলোনা ডিফেন্ডার দানি আলভেস।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেছেন তিতে। যদিও চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন নেইমার। গত বছর পিএসজির হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি।
ঘটনাটি ঘটে ম্যাচের ৮৭তম মিনিটে। ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দেন নেইমার। কিন্তু তার বা পা ডান পায়ের ওপর পড়ে গোড়ালি বেঁকে যায়। ব্রাজিলিয়ান তারকা এরপরই মাঠে শুয়ে পড়ে কাঁদতে শুরু করেন। শেষমেশ তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
মাঠ থেকে তাকে উঠিয়ে নেওয়ার সময়ই বোঝা যাচ্ছিল, গোড়ালিতে মারাত্মক আঘাত পেয়েছেন নেইমার। তারপর থেকেই মূলত মাঠের বাইরে তিনি।
সিশা/জেএইচ/চখ