করোনাক্রান্ত ইরফানের স্ত্রী
ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সিকদার।
সংক্রমণের বিষয়টি সামাজিক গণমাধ্যমে নিশ্চিত করেছেন সুতপা।
সুতপা লিখেছেন— ‘আমি পজিটিভ শোনার পরেই বুঝতে পারলাম, দিনটি নেতিবাচকতায় ভরে উঠবে। মুমানি সাবের মুখে সব সময়ে হাসি লেগে থাকতে দেখেছি। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ইরফান তাকে ভালোবাসতেন। একই শহরে থেকেও তাকে দেখতে যেতে পারলাম না শেষবারের মতো।’
নচ/চখ