chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাজু হত্যা মামলায় আত্মসমর্পণ আসামির

নিজস্ব প্রতিবেদক: নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মো. নূরুল আলম রাজু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোরশেদ আলম আত্মসমর্পণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে বুধবার একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক আসামি আইয়ুব আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন। ১৪ আসামি খালাস পেয়েছিলেন। ২ আসামি শিশু হওয়াতে অন্য আদালতে মামলা চলমান রয়েছে।

জানা যায়, রাজু ছিল এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে একই গ্রুপের অন্যান্য বিক্রেতারা ২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাটে কুপিয়ে হত্যা করে রাজুকে। তবে রাজুর পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, রাজু ছাত্রলীগ কর্মী ছিল, চাঁদাবাজরা তাকে খুন করেছে।

এ ঘটনায় নিহতের ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ৬ জনকে আসামি, ৩-৪ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সিশা/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর