চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ছাড়িয়ে ১৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ হারের সঙ্গে বেড়েছে শনাক্তের সংখ্যা। প্রতিযোগিতা দিয়ে বেড়ে চলা এই সংক্রমণ যেন নতুন করে উদ্বেগের সৃষ্টি করে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামে ২ হাজার ৩৮টি নমুনা পরীক্ষায় ২৯৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। সংক্রমণের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। তবে স্বস্তির বিষয় এদিন কারো মৃত্যু হয়নি।
গতকাল ১৩ জানুয়ারি সংক্রমণের হার ছিল ১০ দশমিক ২৬ শতাংশ। আক্রান্ত ছিল ২৬০ জন। এর আগে ১২ জানুয়ারি সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৪০ শতাংশ।
শুক্রবার (১৪ জানুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদন থেকে করোনার এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে।
তথ্য মতে,এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা চলে। আক্রান্তদের মধ্যে ২৬৩ জন নগরের ও ৩৩ জন উপজেলার রোগী।
২০২০ সালের ২৬ এপ্রিল চট্টগ্রামে প্রথম করেনা রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ জেলায় সর্বমোট ১ লাখ ৪ হাজার ১৮৮ জন করোনায় শনাক্ত হয়েছেন।
এছাড়া মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের ৭২৫ জন মহানগরের এবং বিভিন্ন উপজেলার ৬১০ জন বাসিন্দা রয়েছেন।
আরকে/নচ