chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ হলে আসছে পিয়ার ‘ছিটমহল’

ডেস্ক নিউজ: দীর্ঘ বিরতরি পর ‘ছিটমহল’ র মধ্য দিয়ে বড় পর্দায় ফিরছে মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ছবিটি আজ মুক্তি পাচ্ছে।

ছবিটি পতিচালনা করেছেন এইচ আর হাবিব। ছবিটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন পিয়া। এতে অভিনয় করেছেন- মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খানসহ অনেকে

পিয়া বলেন, অভিনয় সব সময়ই আনন্দের আমার কাছে। তাই তো নাটক সিনেমায় বারবার অভিনয় করেছি। দর্শকও আমার অভিনয়কে উৎসাহিত করে যাচ্ছেন। এই ছবিটির গল্পও বেশ ভালো। পরিচালক সুনিপুণভাবে এটির কাজ করেছিলেন। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

জানা গেছে, ৫টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ছিটমহল’। এর মধ্যে ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সুগন্ধ্যা (চট্টগ্রাম), শংখ (খুলনা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), বৈশাখী (রাজবাড়ী) কালুখালীতে দর্শক ছবিটি দেখতে পাবেন। সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই।

নচ/চখ

এই বিভাগের আরও খবর