chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিইউজে নির্বাচন স্থগিত

গণমাধ্যম ডেস্ক : আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচন স্থগিত করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ এসএম জিললুর রহমান এ আদেশ দেন।

সাংবাদিক মো. হাসান ফেরদৌসের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আশিস দত্ত।

তিনি বলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তিনি আদালতের কাছে আবেদন করেন সাংবাদিক হাসান ফেরদৌস।

তিনি গত ১১ জানুয়ারি ঘোষিত তফসিল ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সিইউজে নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত করার জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে স্থগিতাদেশ দিয়েছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর