chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাদকবিরোধী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে – নাছির

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) লালদীঘির মহাসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে টাইগারপাসে চসিক সম্মেলন কক্ষে মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতিকে না বলুন: নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলুন’ স্লোগানে এ মহাসমাবেশের আয়োজন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মেয়র বলেন, সব শ্রেণির মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। শপথ পাঠ করানো হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই।

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতিমুক্ত নগর গড়তে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিজি, পুলিশ কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মাঠে ৭ হাজার চেয়ারে নারীরা থাকবেন। সড়কে থাকবেন পুরুষরা। এটি রাজনৈতিক সমাবেশ নয়, নগরবাসী যে কেউ আসতে পারবেন।

তিনি বলেন, চসিকের ২০তম মাসিক সাধারণ সভায় কয়েকজন কাউন্সিলরের প্রস্তাবের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়ে দেড় বছর ধরে মাদক বিরোধী সমাবেশ করেছি। কাউন্সিলররা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা করেছিলেন। সেটি আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। আমরা প্রতিটি ওয়ার্ডে জনগণকে উদ্বুদ্ধ করেছি। এর ফলে মাদকের বেপরোয়া অবস্থা থেকে নগরে পরিবর্তন এসেছে। মাদক কারবারিদের আস্ফালন নেই।

প্রতিটি ওয়ার্ডে সমাবেশ ও কমিটি গঠন করেছি। চসিকের সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এটি করেছি।

মহাসমাবেশের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এইচএম সোহেল, মোহাম্মদ জাবেদ প্রমুখ।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও জাহানারা ফেরদৌস।

এই বিভাগের আরও খবর