ইভিএম বদলে দিতে পারে নাসিক নির্বাচনের ফলাফল: সুজন
চট্টলা ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইভিএমে কারসাজি করে ফল বদলে দিতে পারে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ শঙ্কা জানায় সু-শাসনের জন্য নাগরিক (সুজন)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থান করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর সবমিলে ১৮৬ প্রার্থীর মধ্যে ১২০ জনেরই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত কিংবা তার নিচে
এছাড়া বেশিভাগ প্রার্থীই আয়ের উৎস উল্লেখ করেননি হলফনামায়। আগে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে হলফনামার সঙ্গে প্রার্থীর আয়কর রিটার্ন দেয়া থাকলেও এখন তা হচ্ছে না।
এদিকে নির্বাচনের আর মাত্র দুদিন বাকি থাকায় শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর দেওভোগ এলাকা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ সময় আইভী বলেন, তরুণরা সচেতন, ভোটের মাধ্যমে তারা তাদের মত প্রকাশ করবে। আর খানপুর এলাকা থেকে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এসময় কিছু অনিয়মের অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে কোনো শঙ্কা দেখছেন না প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। বুধবার (১২ জানুয়ারি) প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে কর্মশালায় ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কথা জানান তিনি। এসময় সিইসি আরও বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও এখন নির্বাচনী সভা-সমাবেশ বন্ধের সুযোগ নেই।
এদিকে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট কিনতে চলছে টাকার ছড়াছড়ি, এমন অভিযোগ খোদ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর।
শুক্রবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটিতে নির্বাচনী প্রচার-প্রচারণা। ভোট হবে ১৬ জানুয়ারি। এবার সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে।
এমকে/চখ