chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের রোষানলে কেন্দ্রীয় দুই নেতা

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় নেতাদের আগমনের খবর পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে অবস্থান নিয়ে পূর্ণাঙ্গ কমিটির দাবি জানিয়েছে ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট অবস্থান নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু, উপ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ নাজমুল কমিটি পূর্ণাঙ্গের আশ্বাস দিলে নেতারা আন্দোলন থেকে সরে আসে।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু উপস্থিত ছিলেন।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্সের নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয় চট্টলার খবরকে বলেন, দীর্ঘদিনেও ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন করেছে। দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতারা আগামী ২৫ জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠাতে নির্দেশ দিয়েছেন। এসময়ের মধ্যে কমিটি না হলে পরবর্তীতে এর দায়ভার নেতাদের বহন করতে হবে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসাইন চট্টলার খবরকে বলেন, কেন্দ্রীয় নেতাদের পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন দাবি দাওয়া বিষয়ে কথা বলেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর