chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ৩

চট্টলা ডেস্ক: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার ইলুমদি বাগবাড়ি এলাকা পুলিশ তিন জনের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে রয়েছেন— মফিজুল, জমিরুল ও নবী। তাদের বাড়ি সোনারগাঁও ও আড়াইহাজারে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতি করছিল ওই তিনজন। পরে তাদের আটক করে পেটানো হয়। দুজন ঘটনাস্থলেই ও এক জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা জানান, নিহত তিনজন আসলেই ডাকাত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর