chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, নতুন শনাক্ত ২৬০

চট্টলার ডেস্ক: চট্টগ্রামে যতই দিন যাচ্ছে, করোনা সংক্রমণ যেন পাল্লা দিয়ে বাড়ছেই।  গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩২টি নুনা পরীক্ষার সপ্তাহের সর্বোচ্চ ২৬০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার ১ ০দশমিক ২৬ শতাংশ। তবে কারো মৃত্যু হয়নি।

সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৩ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।  বেসরকারি হাসপাতাল শেভরণে সর্বোচ্চ ৩৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্ত হওয়া রোগীদের  মহানগরে ২২৬ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৪ জন বাসিন্দা রয়েছেন।  উপজেলার মধ্যে ৮ জন হয়ে তালিকার শীর্ষে রয়েছেন হাটহাজারী।

এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ৩ হাজার ৮৯২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরে ৭৪ হাজার ৩৫১ জন এবং বিভিন্নে উপজেলার ২৮ হাজার ৫৪১ জন রোগী রয়েছেন। এছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৩৫ জনের মধ্যে মহানগরে ৭২৫ জন এবং বিভিন্ন উপজেলা বাসিন্দা রয়েছে ৬১০ জন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর