নতুন ব্রিজে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের নতুন ব্রিজ সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে মেরিন ড্রাইভ রোডের কলোনির নতুন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম মো. সজীব মিয়া। সে ওই এলাকার দানু মিয়ার ছেলে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার বিকেলে ওই এলাকার রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে।
এতে গুরুতর আহত হয় শিশু সজিব। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বললেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল।
চখ/আর এস