chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে পৌষ পার্বণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

চট্টলা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে `পৌষ পার্বণ ১৪২৮’ ও পিঠা উৎসব।

বুধবার (১২ জানুয়ারি) বেলা ১২ টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। `সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে’ জীবনানন্দ দাশের এই লাইনকে প্রতিপাদ্য রেখে সাজানো হয় অনুষ্ঠানমালা। অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বেলা ১২ টায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় র‍্যালি। র‍্যালিতে দেশীয় ঢং প্রদর্শন করে বিভাগের শিক্ষার্থীরা। কেউ সাজে ধর্মীয় প্রধান, কেউ বর-কনে, কেউ জেলে, নাপিত, কৃষক, মাস্তান, বাউল, ভিক্ষুক ও পালকি বহনকারী বেহারা। ঢোল-বাদ্যে উৎসবমুখরভাবে র‍্যালটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে বাংলা চত্বর প্রাঙ্গণে শুরু হয় পিঠা উৎসব। হরেক রকম পিঠা সাজিয়ে শীতের আমেজ তৈরি করে শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অfগমনে মুখরিত হয়ে ওঠে পিঠা উৎসব। এসময় দেশীয় বিভিন্ন ধরনের(২৫-৩০ রকমের) পিঠা পরিবেশন করা হয় শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে।

বেলা ৩ টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটিকা, পুঁথি পাঠ করা হয়। সন্ধ্যা ৬ টায় ব্যান্ড ‘সরলা’র সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর