নন্দনকাননে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: নগরীর নন্দনকাননে গলায় ফাঁস লাগিয়ে তাফরিদ রশিদ (১৭) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। তিনি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের ২য় বর্ষের ছাত্র। তার বাবার নাম তানভির রশিদ।
আজ বুধবার বিকেলে নিজ বাসার একটি কক্ষে গলায় কাপড় পেছিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়। তবে কি কারণে আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিকুর রহমান বলেন, দুপুরে নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে তাফরিদ নামে এক কলেজের শিক্ষার্থী আত্মহত্যা করলে তার স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেএইচ/চখ